নরসিংদীতে এনসিপির পদযাত্রা ও সমাবেশ কাল
নরসিংদী প্রতিনিধি :
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১০:৩০ পিএম
ছবি-যুগের চিন্তা
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
বুধবার (৩০ জুলাই) জুলাই সনদ ঘোষনাপত্র, বিচার, সংস্কারের দাবিতে পথসভা ও সমাবেশে অংশ নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতারা। সমাবেশকে কেন্দ্র করে মানুষে ঢল নামবে ও রাজপথ কানায় কানায় মানুষে পরিপূর্ণ থাকবে বলেও প্রত্যাশা করছেন এনসিপি নরসিংদীর নেতা কর্মীরা। কর্মসূচিকে ঘিরে পুরো জেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি।
এদিকে সমাবেশ সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে এনসিপির জেলার নেতৃবৃন্দরা। জেলার সব উপজেলা থেকেই বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেবেন বলে জানা গেছে। সমাবেশ স্থলে গিয়ে দেখা যায় শ্রমিকরা মঞ্চ প্রস্তুতে ব্যস্ত সময় পাড় করছেন। সন্ধ্যায় নরসিংদী পৌরসভা চত্বরে স্থাপিত সমাবেশ স্থলের মঞ্চ পরিদর্শন করেন এনসিপির যুগ্ম আহবায়ক সায়োরার তুষার ও উত্তরাঞ্চলের সংগঠক এড. শিরিন আক্তার শেলীসহ নরসিংদীর নেতৃবৃন্দরা।
এসময় তারা বলেন, এনসিপি নির্ভিক একটা দল।



