জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জামায়াতের জাতীয় সেমিনার ১ আগস্ট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৪:২৭ পিএম
ছবি : সংগৃহীত
১৯৭৪ সালের ২৪ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয় সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ১ আগস্ট (শুক্রবার) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
‘জুলাই ২৪ এর গণঅভ্যুত্থান : প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক এই সেমিনারে “২য় স্বাধীনতার শহীদ যারা” গ্রন্থের একাদশ ও দ্বাদশ খণ্ডের বাংলা অনুবাদ এবং প্রথম থেকে দ্বাদশ খণ্ডের ইংরেজি সংস্করণের মোড়ক উন্মোচন করা হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সেমিনার বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও নাজিম উদ্দিন মোল্লা এবং ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম।
সভায় সেমিনার সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। প্রচার কার্যক্রম জোরদারের অংশ হিসেবে অনুষ্ঠানে অডিটোরিয়ামের ভেতরে ও বাইরে এলইডি স্ক্রিন স্থাপন ও লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সেমিনারে সভাপতিত্ব করবেন। বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিগণ আলোচনায় অংশগ্রহণ করবেন।



