
প্রিন্ট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ এএম
বিএনপির সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে মরণোত্তর বহিষ্কার প্রত্যাহার দাবি

নরসিংদী প্রতিনিধি :
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৯:২৬ এএম

ছবি - বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকর্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেলে শিবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্যসচিব আরিফ-উল-ইসলাম মৃধার নেতৃত্বে শোকর্যালিটি শিবপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাধিস্থলে গিয়ে শেষ হয়।
পরে প্রয়াত নেতা আব্দুল মান্নান ভূঁইয়ার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, আব্দুল মান্নান ভূইয়া স্মৃতি সংসদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার কালা মিয়া, আব্দুল মান্নান ভূইয়া পরিষদের সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ-উল-ইসলাম মৃধাসহ বিভিন্ন সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ।
এছাড়াও আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্যসচিব আরিফ-উল-ইসলাম মৃধার সভাপতিত্বে ধানুয়া ঈদগা মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তারা বলেন, আব্দুল মান্নান ভূঁইয়া ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিকবিদ। তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। তাকে সংস্কারের মতের কারণে বহিষ্কার করা হয়েছে। দীর্ঘদিন পর বিএনপি তার দেখানো সংস্কারই ৩১ দফার মাধ্যমে তুলে ধরেছে। বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, দেশবরেণ্য রাজনীতিবিদ, আধুনিক বাংলাদেশের রূপকার, সুস্থধারার রাজনৈতিক সংস্কারের প্রবক্তা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় নেতা ও সাবেক সফল মন্ত্রী প্রয়াত নেতা আবদুল মান্নান ভূঁইয়ার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান শিবপুরবাসী। এই প্রয়াত নেতার বহিষ্কার প্রত্যাহার করলে শিবপুরবাসী মনে করে বিএনপির গণজাগরণ হবে।
সভায় বক্তব্য রাখেন মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য এমদাদুল হক কাঞ্চন মাস্টার, আবদুল হাই গাজী, রফিকুল ইসলাম রব্বানী, মোহাম্মদ আলী প্রমুখ।