
প্রিন্ট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ এএম
নরসিংদীতে অস্ত্র-গোলাবারুদ সহ দুই নারী গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি :
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৮:০৫ পিএম

নরসিংদীর রায়পুরায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সোহেলকে গ্রেপ্তারের পর পুলিশের ধারাবাহিক অভিযানে এবার অস্ত্র ও গোলাবারুদ সহ সোহেলের খালা ও আরেক নারীকে করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- শ্রীনগর মধ্যপাড়া এলাকার অলিউর রহমানের স্ত্রী ফিরোজা (৪৫) ও মৃত আব্দুল হামিদের স্ত্রী রাজিয়া (৫০)।
সোমবার (২৮ জুলাই) রায়পুরা থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মুনসুর।
তিনি বলেন, ‘গত ২১ জুলাই রায়পুরার শীর্ষ সন্ত্রাসী সোহেলকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তারের ধারাবাহিকতায় রবিবার রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ অন্যান্য পুলিশ ফোর্স নিয়ে শ্রীনগর ইউনিয়নে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর মধ্যপাড়ায় আমজাদ মিয়ার মুদি দোকানের টিনের বেড়ার সাথে পাটি দিয়ে মোড়ানো অবস্থায় একটি চায়না রাইফেল, একটি এক নলা বন্দুক, একটি লোহার পাইপ, ১২ বোর শর্টগানের ৫টি কার্তুজ, ১৪ টি খালি খোসা, একটি রোহার রাম দা উদ্ধার করে। এসময় দুই নারীকে গ্রেপ্তার করা হয়।,
ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রেখে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।