
প্রিন্ট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ এএম
উপজেলা বিএনপির সিদ্ধান্তের প্রতিবাদে ইউনিয়ন বিএনপির বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি :
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০২:১১ পিএম

ছবি - বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ চরমার্টিন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বিএনপির নেতাদের বিরুদ্ধে একটি পদে ভোটের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে চরমার্টিন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। রবিবার (২৭ জুলাই) রাতে ওই ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
একটি পদে নির্বাচন- মানি না মানব না, সকল পদে নির্বাচন- দিতে হবে দিয়ে দাও, এমন স্লোগানে বিক্ষোভ মিছিলটি মুন্সিগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্যবাজারে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শুধু "একটি পদে নির্বাচন" এই বিতর্কিত সিদ্ধান্ত পরিহার করে তফসিল অনুযায়ী সকল পদে নির্বাচনের দাবি করেন তারা । অন্যথায় ভোট করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
উপজেলা যুবদল নেতা তারেক রহমান রকির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. ফয়েজ আহাম্মদ,সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সুমন হোসেন সোহেল ও বিএনপি নেতা প্রবাসী হানিফ প্রমুখ।
সমাবেশে বিএনপি নেতা হানিফ প্রবাসী বলেন, ভোট নিয়ে আওয়ামী লীগ যেমন ছিনিমিনি খেলছে এখন উপজেলা নেতারা আমাদেরও সেই পথে নিয়ে যাচ্ছে। ভোট হলে ৩টি পদেই হতে হবে, এক পদে ভোট করতে দেওয়া হবে না।
সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মো. সুমন হোসেন সোহেল তার বক্তব্যে বলেন, স্বৈরাচারী কায়দায় নির্বাচনের পাঁয়তারা বন্ধ করতে হবে। আমরা প্রার্থীরা নির্যাতিত নেতা হওয়া সত্ত্বেও যদি বৈষম্যের শিকার হই তা মেনে নেওয়ার মতো নয়। মার্টিন ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে এই নির্বাচন প্রতিহত করে সকল পদে ভোট আদায় করে ছাড়ব ইনশা আল্লাহ।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফয়েজ আহাম্মদ বক্তব্যে বলেন, মার্টিন ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণার পর ৩টি পদে আমরা ১১ জন প্রার্থী হয়েছি। তফসিল অনুযায়ী আগামী ২৮ জুলাই ভোট হওয়ার কথা। কিন্তু ২৪ জুলাই উপজেলা নেতারা প্রার্থীদের উপজেলায় ডেকে নিয়ে ভোট হবে না বলে সিদ্ধান্ত দেন। জাতীয় নির্বাচনের ৪৫ দিন পরে এই ভোট হবে বলে আমাদের জানান। বিএনপির কেন্দ্রীয় নেতা ও লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজানের সম্মানের দিকে তাকিয়ে তা মেনে নিতে অনুরোধ করলে আমরা তা মেনে নেই।
কিন্তু হঠাৎ রবিবার (২৭ জুলাই) দুপুরে জানতে পারি শুধু একটি পদে তথা সভাপতি পদে ভোট হবে বলে উপজেলার নেতারা সিদ্ধান্ত নেন এবং আগামী ২ আগস্ট এই ভোট অনুষ্ঠিত হবে বলে জানতে পারি।
আমরা এই বিতর্কিত সিদ্ধন্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি প্রশ্ন রেখে বলেন, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে কেন ভোট হবে না, আমরা কি অন্যায় করেছি?
তিনি আরো বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, ভোট হলে তফসিল অনুযায়ী ৩টি পদে হতে হবে, এক পদে কোনো ভোট হবে না।
এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. দিদার হোসেন বলেন, মার্টিন ইউনিয়নে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। কিন্তু দুটি পদের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় শুধু সভাপতি পদে নির্বাচন হবে।
উল্লেখ্য, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচনের লক্ষ্যে দেশের বিভিন্ন এলাকার মতো লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায়ও ভোটের মাধ্যমে কমিটি গঠন হচ্ছে বিএনপির। ইতোমধ্যে উপজেলার নয়টি ইউনিয়নের সব কটিতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। ওয়ার্ড কমিটির পর ইউনিয়ন কমিটির নির্বাচনের প্রস্তুতি চলছে।