Logo
Logo
×

রাজনীতি

উচ্চকক্ষ ভোট অনুপাতে গঠনের পক্ষে এনসিপি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০১:২৮ পিএম

উচ্চকক্ষ ভোট অনুপাতে গঠনের পক্ষে এনসিপি

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহি নিশ্চিত করতে উচ্চকক্ষ অপরিহার্য, এবং তা গঠন করতে হবে ভোটের অনুপাতে, আসন সংখ্যার ভিত্তিতে নয়।”

সোমবার (২৮ জুলাই) সকালে জামালপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এসব মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম জানান, মৌলিক সংস্কার সম্পর্কিত বেশিরভাগ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে, তবে উচ্চকক্ষ গঠনের রূপরেখা নিয়ে এখনো মতৈক্যে পৌঁছানো যায়নি। “বিএনপিসহ অনেক দলের প্রস্তাবনায় উচ্চকক্ষ অন্তর্ভুক্ত ছিল,” বলেন তিনি। “আমরা বলেছি, এই উচ্চকক্ষ জনগণের ভোট অনুপাতে গঠিত হতে হবে। ঐকমত্য না আসা পর্যন্ত জুলাই সনদ চূড়ান্ত করা যাবে না, তবে আমরা চাই ৫ আগস্টের মধ্যে এটি প্রস্তুত হয়ে সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে ঘোষণা হোক।”

তিনি আরও বলেন, “পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এখনো নিরপেক্ষ আচরণ দেখা যাচ্ছে না। জুলাই সনদের পরেই শুরু হবে নির্বাচনের প্রস্তুতি, তাই তার আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে।”

এর আগে, শহরের জেলা পরিষদ ডাকবাংলোতে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ১১ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। তারা পরিবারের সমস্যা শুনে সমাধানের আশ্বাস দেন। এছাড়া, দলটির একটি প্রতিনিধি দল চামড়াগুদাম এলাকার আল-জামিয়াতুল হাবীবিয়াহ কওমি মাদ্রাসা ও হরিজন পল্লী পরিদর্শন করে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন