
প্রিন্ট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ এএম
রাষ্ট্র কাঠামো পরিবর্তনে সচেতনভাবে অগ্রসর হচ্ছে বিএনপি: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৫:১৪ পিএম

ছবি : সংগৃহীত
বিএনপি রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই এ বিষয়ে সচেতনভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৭ জুলাই) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, “বিএনপি জনগণের প্রত্যাশা ও চাহিদা সম্পর্কে যথেষ্ট সচেতন। তাই রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের প্রক্রিয়ায় দলটি ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে।”
পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “বৃহৎ প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। একইসঙ্গে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করাও জরুরি।”
তিনি বর্তমান সময়কে ‘ট্রানজিশন পিরিয়ড’ হিসেবে উল্লেখ করে বলেন, “জাতীয় ঐক্যের আবহ তৈরি হয়েছে। যদি সময়ের সুযোগকে কাজে লাগানো যায়, তাহলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।”
দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনেক আগেই এ সেতুর প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেছেন। দক্ষিণাঞ্চলের অনেক এলাকায় সড়ক যোগাযোগ দুর্বল, দ্রুত সিদ্ধান্ত নেয়া জরুরি।”
প্রজন্মের ঐক্য ও সচেতনতার প্রসঙ্গ তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, “বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে অনেক কিছুই সম্ভব—একাত্তরে যেমন ছিল, ২০২৪ সালেও তার পুনরাবৃত্তি হয়েছে।”
তিনি জানান, বিএনপি অনেক আগেই রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে এবং সেই লক্ষ্যে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা অনুসরণ করছে।