Logo
Logo
×

রাজনীতি

যারা মামলাবাণিজ্য-চাঁদাবাজি করছে তাদের দিন ফুরিয়ে আসছে : হাসনাত

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১২:১৮ পিএম

যারা মামলাবাণিজ্য-চাঁদাবাজি করছে তাদের দিন ফুরিয়ে আসছে : হাসনাত

ছবি - কিশোরগঞ্জে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে পথসভায় এনসিপি নেতৃবৃন্দ

 জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা মামলাবাণিজ্য ও চাঁদাবাজিতে লিপ্ত তাদের দিন ফুরিয়ে আসছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, দুর্নীতিবাজদের পালানোর জায়গা থাকবে না। বাংলাদেশ গড়তে হলে এনসিপিকে সঙ্গে নিয়ে সবাইকে একত্রিত হতে হবে।


শনিবার (২৬ জুলাই) রাত ৯টায় কিশোরগঞ্জে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।


হাসনাত আব্দুল্লাহ বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে নিজঘর থেকে। নিজের বাবাও যদি দুর্নীতি করেন, তাকেও ছাড় দেওয়া যাবে না। প্রশ্ন করতে হবে, ৩০ হাজার টাকা বেতনে কীভাবে ৪০ হাজার টাকার বাসা ভাড়া দেওয়া হয়। আমাদের এনসিপির কর্মীরা অন্য সবার থেকে আলাদা হবে। নিজেরা দুর্নীতি করবেন না এবং কেউ করলে প্রতিবাদ করবেন।


তিনি আরও বলেন, এনসিপির নেতাকর্মীদের জন্য প্রয়োজনে আমরা জীবন দিতেও প্রস্তুত। আমাদের কর্মীদের ঘাম, রক্ত ও ত্যাগে আমরা নেতা হয়েছি। আগামী এক বছরের মধ্যে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হবে। সৎ ও যোগ্য মানুষদের নিয়ে দল করতে হবে। চাঁদাবাজ কর্মীর চেয়ে একজন শিক্ষিত সৎমানুষ আমাদের জন্য বেশি মূল্যবান। যত কম সংখ্যকই হোক, ভালো মানুষদের নিয়েই রাজপথে লড়াই চালিয়ে যাব।


এর আগে রাত ৮টায় শহরের পুরাতন স্টেডিয়াম থেকে পদযাত্রা বের হয়ে পুরানথানা এলাকায় পথসভার সমাবেশস্থলে পৌঁছায়।
সভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম-আহ্বায়ক মনিরা শারমীন, যুগ্ম-সদস্যসচিব আহনাফ সাঈদ খান, দক্ষিণাঞ্চলের সংগঠক আকরাম হোসেন রাজ, উত্তরাঞ্চলের সংগঠক খায়রুল কবির বক্তব্য দেন।


এছাড়াও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম-সদস্যসচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন ও সদস্যসচিব ফয়সাল প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন