
প্রিন্ট: ০৯ অক্টোবর ২০২৫, ০১:৫৭ এএম
আহতদের চিকিৎসায় ৫০ লাখ টাকা ও ২০ সার্জন নিয়োগ জামায়াতের

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৪:৩১ পিএম

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর আহতদের চিকিৎসার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫০ লাখ টাকা সহায়তা ও ২০ জন সার্জন নিয়োগ করেছে।
মঙ্গলবার (২২ জুলাই) জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সেলিম উদ্দিন বলেন, আহতদের দ্রুত চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ২০ জন সার্জন নিয়োজিত করা হয়েছে, যাতে চিকিৎসা কার্যক্রম দ্রুততর হয়।
এর আগে, গতকাল ঘটনার পরপরই জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান। এদিকে, নিহতদের রুহের মাগফেরাত কামনা করে আজ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গতকাল এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
মঙ্গলবার দেশের সব জেলা ও মহানগরীতে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও তিনি জানান। এছাড়া, ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে উদ্ধার কাজে অংশগ্রহণ ও আহতদের সহায়তার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।