
প্রিন্ট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:২১ এএম
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ

কক্সবাজার প্রতিনিধি :
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৮:৪৭ পিএম

ছবি - কক্সবাজারের পেকুয়া উপজেলার বাঘগুজারা এলাকায় অবস্থিত কবর জিয়ারত করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ নেতারা
জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে নিহত ওয়াসিমের কক্সবাজারের পেকুয়া উপজেলার বাঘগুজারা এলাকায় অবস্থিত কবর জিয়ারত করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ নেতারা।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ওয়াসিমের কবর জিয়ারত করেন তাঁরা।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সুজাউদ্দিন এর সত্যতা নিশ্চিত করেন।
পেকুয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল মোস্তফা বলেন, সকাল সাড়ে ৬টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ এনপিপির নেতারা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। এ সময় নিরাপত্তার জন্য পেকুয়া থানা পুলিশ এনসিপির নেতাদের পাশে ছিল।