
প্রিন্ট: ০৯ অক্টোবর ২০২৫, ০১:১৮ এএম
শোক প্রকাশ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

স্টাফ রিপোরর্টার :
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৭:৫৬ পিএম

ছবি-সংগৃহীত
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর যুদ্ধবিমান বিধ্বস্ত মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি।
বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার আজ সোমবার ( ২১ জুলাই) এক শোক বার্তায় বলেন, আমরা গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আজ উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় প্রশিক্ষণ চলাকালে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এ ধরনের দুর্ঘটনা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। এভাবে ঘনজনবসতি আবাসিক এলাকায় যুদ্ধবিমান প্রশিক্ষণ নেওয়া একেবারেই অনুচিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বান, এই ঘনবসতি আবাসিক এলাকায় যুদ্ধবিমান প্রশিক্ষণ বন্ধ করা হোক।
আমরা এই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং হতাহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।