
প্রিন্ট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:৫৬ এএম
ঐক্য ও সম্প্রীতি ছাড়া পাহাড়ে উন্নয়ন সম্ভব নয় : নাহিদ

খাগড়াছড়ি প্রতিনিধি :
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৭:৪৫ পিএম
ছবি -খাগড়াছড়ির শাপলা চত্বরের মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশে এনসিপি নেতৃবৃন্দ
পাহাড়ের উন্নয়নে বসবাসরত সকল জনগোষ্ঠীর মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে নানা ধরনের দ্বন্দ্ব রয়েছে। অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ নানা ক্ষেত্রে পাহাড়ি ও বাঙালি- উভয় জনগোষ্ঠীই বঞ্চনার শিকার। তাই পাহাড়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে হবে। একমাত্র সম্প্রীতির মাধ্যমেই পাহাড়ে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
আজ সোমবার বিকেলে খাগড়াছড়ির শাপলা চত্বরের মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা একটি বহু ভাষা ও বহু সংস্কৃতির অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেক নাগরিক মর্যাদার সঙ্গে বাঁচতে পারবে।’
সমাবেশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার দাবি জানান উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি পদযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন।
এর আগে বেলা আড়াইটার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা খাগড়াছড়িতে পৌঁছান। শহরের মহাজনপাড়া এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়।
মুক্তমঞ্চে আয়োজিত পথসভায় আরও বক্তব্য রাখেন- এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী এবং খাগড়াছড়ির জেলা সমন্বয়ক মনজিলা ঝুমা।
সমাবেশ শেষে মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য মুফতি ইনজামুল হক।