
প্রিন্ট: ০৯ অক্টোবর ২০২৫, ০১:৩৩ এএম
ফেনীতে এনসিপির পদযাত্রা স্থগিত

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৬:০৫ পিএম

ফেনীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা স্থগিত করা হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেলে এনসিপি ফেনীর সংগঠক শাহ ওয়ালিউল্লাহ মানিক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, উত্তরায় বিমান বিধ্বংসে প্রাণহানির ঘটনায় সারাদেশ শোকে মুহ্যমান। এমন পরিস্থিতিতে দলীয় সিদ্ধান্তে পদযাত্রা স্থগিত করা হয়েছে।
এদিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত জানান, ‘বিমান দুর্ঘটনায় জরুরি সেবা কার্যক্রম পরিচালনার জন্য চিকিৎসকদের একটা টিম কাজ করছে। একইসঙ্গে আজ ফেনী ও মঙ্গলবারের নোয়াখালী ও লক্ষ্মীপুরের জুলাই পদযাত্রা স্থগিত করা হয়েছে।’
বিস্তারিত আসছে...