Logo
Logo
×

রাজনীতি

নরসিংদীতে ‘জয় বাংলা’ শ্লোগান দেয়ায় ১০ শিক্ষার্থীর ক্লাসের কার্যক্রম স্থগিত

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৭:৫০ পিএম

নরসিংদীতে  ‘জয় বাংলা’ শ্লোগান দেয়ায় ১০ শিক্ষার্থীর ক্লাসের কার্যক্রম স্থগিত

নরসিংদীর আব্দুুল কাদির মোল্লা সিটি কলেজেজয় বাংলাশ্লোগান দেয়ায় ১০ শিক্ষার্থীর ক্লাসের কার্যক্রম স্থগিত করেছে কলেজ কতৃপক্ষ। আজ রবিবার কলেজে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচী পালনকালে একদল ছাত্রজয় বাংলা জয় বঙ্গবন্ধুশ্লোগান দেয়। এ ঘটনায় উপস্থিত নেতা-কর্মীশিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়

পরিস্থিতি সামাল দিতে ১০ শিক্ষার্থীর ক্লাসের কার্যক্রম আগামী ২৫ জুলাই পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষপাশাপাশি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছেএব্যপারে উল্লেখিত শিক্ষার্থীদের তাদের অভিভাবকসহ আগামী শনিবার (২৬ জুলাই) কলেজে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে

কলেজের অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসান বলেন, যেহেতু এই কলেজটিতে কোন প্রকার রাজনীতিক চর্চা করতে দেওয়া হয় নাসেখানে আমাদের ছাত্ররা কেন রাজনৈতিক শ্লোগান দিবে? তারই পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে অভিযুক্ত শিক্ষার্থীদেরকে ক্লাসের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যসহ বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছেতদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এছাড়া, আগামী শনিবার শিক্ষার্থীদেরকে তাদের অভিভাবকসহ কলেজে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে

#

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন