প্রিন্ট: ১৪ নভেম্বর ২০২৫, ০২:৩৯ এএম
১৭ বছর পর জাতীয় সমাবেশে বাঞ্ছারামপুর জামায়াতের যোগদান
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১২:৪৯ পিএম
রাজধানী ঢাকায় ১৭ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রায় ২ হাজার নেতাকর্মী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে রওনা হয়েছেন।
শনিবার (১৯ জুলাই) ভোর ৬টায় উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের দশানী থেকে লঞ্চে করে তারা কড়িকান্দি ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দেন। পরে সেখান থেকে বাকি নেতাদের নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা কাজী আবুল বাশার বলেন, আজকের সমাবেশ সফলভাবে শেষ করে যেন সবাই সুস্থভাবে ঘরে ফিরতে পারি, প্রিয় দেশবাসীর কাছে দোয়া চাই।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শামীম নূর ইসলাম বলেন, ঢাকার সমাবেশে বাঞ্ছারামপুর থেকে প্রায় ২ হাজার নেতাকর্মী ও তৌহিদি জনতা নিয়ে যাচ্ছি। যে পরিমাণ প্রস্তুতি ছিল, তার চেয়ে অনেক বেশি সাড়া পেয়েছি। আলহামদুলিল্লাহ।

