Logo
Logo
×

রাজনীতি

দেশে দুর্নীতির বিরুদ্ধে আরেকটা লড়াই হবে: ডা. শফিকুর রহমান

Icon

স্টাফ রিপোরর্টার :

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৬:২৩ পিএম

দেশে দুর্নীতির বিরুদ্ধে আরেকটা লড়াই হবে: ডা. শফিকুর রহমান

ছবি-সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা.শফিকুর রহমান বলেছেন,দেশের ভবিষ্যৎ রাজনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ লড়াই আসছে এবার দুর্নীতির বিরুদ্ধে। এর আগে এক দফা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবার দুর্নীতির মূলোৎপাটনের সংগ্রাম শুরু হবে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের আমির। এ সময় তিনি বলেন,“আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে। সেই লড়াইয়েও আমরা জয় লাভ করব।”

সমাবেশের শুরুতে তিনি জানান, সমাবেশে অংশ নিতে গিয়ে তিনজন কর্মী মারা গেছেন। তিনি বলেন,আজকের সমাবেশের আয়োজন করতে গিয়ে,এখানে আসতে গিয়ে আমাদের তিন ভাই ইন্তেকাল করেছেন। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাদের জান্নাত দিন। পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দিন।

তিনি আরও বলেন,আবু সাঈদরা যদি না দাঁড়াত, তাহলে ২৪ জীবনবাজি রাখা যুদ্ধটা না হলে,আজকে যারা বিভিন্ন দাবিদাওয়া করছেন, তাদের দাবিগুলো কোথায় থাকত। সুতরাং আমাদের প্রিয় শহীদদের হেয় করা যাবে না। অহংকার করা যাবে না। কোনো রাজনৈতিক দলকে অপমান করা যাবে না। যদিও কেউ এগুলো করে,তাহলে তাদের মধ্যে ফ্যাসিবাদের রোগ বীজ বুনেছে।

তিনি অসুস্থ হয়ে পড়লে জামায়াতের চিকিৎসকরা তাকে চিকিৎসা দেয়া শুরু করেন। জামায়াতের স্বেচ্ছাসেবক ও চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন।

অসুস্থ অবস্থায় মঞ্চে বসেই মাইক হাতে নিজের সমাপনী বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন ততসময় লড়াই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। মুক্তি অর্জন না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। যদি মানুষের সেবা করার সুযোগ পাই তাহলে মালিক হব না, সেবক হবো।

জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলাম সরকার গঠন করলে কোনো দুর্নীতি করবে না, শুল্ক দিয়েই গাড়িতে চড়বে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন