Logo
Logo
×

রাজনীতি

হাওরাঞ্চলে দৌড়াতে হবে ,ঝাপাতে হবে : বিএনপি নেতা লাকী

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৫:৫৫ পিএম

হাওরাঞ্চলে দৌড়াতে হবে ,ঝাপাতে হবে : বিএনপি নেতা লাকী

ছবি-যুগের চিন্তা

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে কাজ করতে হলে মাঠে-ঘাটে চলাফেরা করতে হবে যা হাওরের মুরুব্বির পক্ষে কঠিন। হাওরে কাজ করতে হলে হাঁটতে হবে,লাফাতে হবে,ঝাপাতে হবে যা মুরুব্বি পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা অধ্যাপক ডা.ফেরদৌস আহমেদ চৌধুরী (লাকী)।

শনিবার (১৯ জুলাই) দুপুরে মিঠামইনের ঘাগড়া বাজার ও ইটনা উপজেলার এলংজুরীতে গণসংযোগ শেষে গণমাধ্যমে এসব কথা বলেন কিশোরগঞ্জ -৪ আসন থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা.ফেরদৌস আহমেদ চৌধুরী (লাকী)।

তিনি বলেন, হাওরে এসে ভাষণ দিয়ে চলে গেলে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে না। মানুষের সাথে মিশতে হবে,তাদের কথা শুনতে হবে। আমি জনগণকে সাথে নিয়ে হাঁটবো,দৌড়াবো, ঝাপাবো প্রতিটি ওয়ার্ডে-গ্রামে ঘুরে বিএনপির জয় নিশ্চিত করবো।

লাকী আরও বলেন, কিশোরগঞ্জের হাওর বেষ্টিত উপজেলা ইটনা,মিঠামইন,অষ্টগ্রাম আসনে একবার জয় লাভ করে বিএনপি। সেই নির্বাচন করেন আমার বাবা ফরহাদ আহমেদ কাঞ্চন। আমার নেতা তারেক রহমান তারুণ্যে বিশ্বাস করে আমিও বিশ্বাস করি, উনি আমাকে মনোনয়ন দিবেন এবং আমাকে বলেছেন কাজ করো তোমাকে আমি ডাকবো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন