Logo
Logo
×

রাজনীতি

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশবাসী আন্দোলন করেছে : দুলু

Icon

নাটোর প্রতিনিধি :

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৫:০০ পিএম

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশবাসী আন্দোলন করেছে : দুলু

ছবি-সংগৃহীত

সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,দিল্লী নয়, পিন্ডি নয়, এই দেশ আমার বাংলাদেশ। তিনি বলেন,গত সাড়ে ১৫ বছর আমাদের দেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য,মানুষের ভাত ও ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য। 

তিনি বলেন, গত ৫ আগস্ট হাসিনার অবৈধ সরকারের পতনের পর দেশের মানুষের মতো বিএনপি দ্রুত একটি নির্বাচন চেয়েছিল। সেই ভোট চাওয়ার জন্য অনেকে বিএনপিকে বাজে কথা বলেছে। কিন্তু এদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কোন খারাপ কথা মেনে নিবে না। 

আজ শনিবার দুপুরের শহরের পশ্চিম আলাইপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নাটোর জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান। বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নাটোর জেলা জাসাসের প্রস্তাবিত কমিটির সভাপতি মেহেদি হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক বাউল আব্দুল খালেক সরদার প্রমুখ। 

তিনি বলেন, একটা দল লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ড.ইউনূসের সঙ্গে বৈঠক করা মেনে নিতে পারেনি। অথচ তারেক রহমান বলেছেন নির্বাচনে তারা যত বেশি আসনই পাক না কেন সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে দেশ পরিচালনা করবেন। এরপরও ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রয়েছে। গত সাড়ে ১৫ বছর দিল্লির সহযোগিতায় আওয়ামী লীগ এই দেশ শোষণ করেছে। মানুষের কথা বলার অধিকার ছিল না,ভোট দেয়ার অধিকার ছিল না। কোনভাবেই মত প্রকাশের স্বাধীনতা ছিল না। দেশের মানুষ এখন ভোট দিতে চায়। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন দিয়ে তিনি জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি জানান। 

সম্মেলনে দুলু আরও বলেন, সাংস্কৃতিক বিপ্লব ছাড়া কোন দেশ জাতি সমৃদ্ধ হতে পারে না। এজন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-কে অনুমোদন দিয়েছিলেন। জাসাস এই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক বিপ্লবের জন্য কাজ করছে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন