Logo
Logo
×

রাজনীতি

সমাবেশ : সড়কে ভোগান্তির জন্য ঢাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ জামায়াতের

Icon

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৪:০০ পিএম

সমাবেশ : সড়কে ভোগান্তির জন্য ঢাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ জামায়াতের

ছবি - জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে স্থবির ঢাকা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে কয়েক লাখ মানুষের সমাগম ঘটেছে। সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন থেকে ঢাকায় এসেছেন দলটির বহু নেতাকর্মী ও সমর্থক। এতে সকাল থেকেই ঢাকার বেশ কিছু সড়কে যান চলাচলে ধীরগতি নেমেছে। কর্মস্থলমুখী মানুষকে গন্তব্যে পৌঁছুতে ভোগান্তি পোহাতে দেখা গেছে।

সমাবেশ ঘিরে যানজট ও যান চলাচলে বিঘ্ন ঘটায় সাময়িক অসুবিধার জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে জামায়াত। জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গুগল ম্যাপের ছবি পোস্ট করে এ দুঃখ প্রকাশ করা হয়েছে।

ওই পোস্টে লেখা হয়েছেসুপ্রিয় নগরবাসী, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের কারণে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের সুবিধার্থে ম্যাপটি সংযুক্ত করা হলো।

এদিকে, জামায়াতের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। শনিবার সকালে সমাবেশ শুরুর আগেই পুরো উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। অনেকে উদ্যানে প্রবেশ করতে না পেরে আশপাশের সড়কে অবস্থান নেন। এতে বিশেষত, বাংলামোটর, শাহবাগ, সায়েন্স ল্যাব, মৎস্য ভবন, পুরানা পল্টনসহ আশপাশের বিভিন্ন সড়ক কার্যত অচল হয়ে পড়ে।

দলীয় সূত্র বলছে, জাতীয় সমাবেশ ঘিরে অন্তত ১০ লাখ লোকের সমাগম ঘটবে বলে আশা করছে জামায়াত।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন