Logo
Logo
×

রাজনীতি

গোপালগঞ্জে হামলার পেছনে ভারতের হাত আছে: এনসিপি

Icon

স্টাফ রিপোরর্টার :

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১০:২৩ পিএম

গোপালগঞ্জে হামলার পেছনে ভারতের হাত আছে: এনসিপি

ছবি-সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় প্রতিবেশী রাষ্ট্র ভারতের ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধানকে আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার পাশাপাশি স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্ট করতে ভারত নানা ধরনের ষড়যন্ত্র করছে অভিযোগ করে আরিফুল ইসলাম বলেন, ‘ষড়যন্ত্রের ধারাবাহিকতায় পরশু দিন গণ-অভ্যুত্থানের নেতাদের ওপর হত্যার উদ্দেশ্যে যে সশস্ত্র হামলা হয়েছে,আমরা মনে করি সেই হামলার পেছনেও প্রতিবেশী রাষ্ট্র দিল্লির ষড়যন্ত্র আছে।’

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর নৃশংস হামলার প্রতিবাদ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

বিক্ষোভ সমাবেশটির আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। এতে বিভিন্ন থানার নেতা–কর্মীরা অংশ নেন।

একটি পত্রিকার প্রতিবেদনের বরাত দিয়ে আরিফুল ইসলাম বলেন, ‘আজকে একটি পত্রিকায় রিপোর্ট এসেছে যে শেখ হাসিনার সরাসরি নির্দেশে গোপালগঞ্জে এ সশস্ত্র হামলা হয়েছে। শেখ হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে, তাকে ষড়যন্ত্র করতে দিয়ে প্রতিবেশী রাষ্ট্রটি বাংলাদেশের প্রতি সম্মান না দেখিয়ে বরং নগ্ন হস্তক্ষেপের চেষ্টা করছে।’

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন, কেন্দ্রীয় সংগঠক মোস্তাক আহমেদ, যুগ্ম সদস্যসচিব এস এম শাহরিয়ার, আকরাম হোসাইনসহ আরও বেশ কয়েকজন। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় সংগঠক ও সমন্বয়ক এম এম শোয়াইব।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন