Logo
Logo
×

রাজনীতি

পিআর যারা বোঝে তারাই রাজনীতি করবে : নুর

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৮:৫৬ পিএম

পিআর যারা বোঝে তারাই রাজনীতি করবে : নুর

ছবি- সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘যারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে পিআর নির্বাচন বোঝে না,তাদের রাজনীতি করার দরকার নেই। যারা বোঝে,তারাই রাজনীতি করবে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামোর বিলোপ এবং শাসনতন্ত্র পরিবর্তনের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে মেরুল বাড্ডায় ‘৩৬ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ’ স্মরণে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে নুরুল হক নুর বলেন,‘গণঅভ্যুত্থানের অংশীজনের বিভাজনের ফলে পতিত ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। গোপালগঞ্জে তার আলামত দেখা গেছে। রাজনীতিতে নতুন দল এনসিপির ওপর হামলা হয়েছে। এজন্য একতাবদ্ধ থাকতে হবে,তা না হলে আমরা পরাজিত হবো।’

এ সময় রাজনৈতিক দলগুলো একে অন্যের প্রতি যেসব স্লোগান দিচ্ছে, তার সমালোচনা করেন সাবেক এই ভিপি। তিনি বলেন,‘জঘন্য ও নোংরা ভাষায় সমালোচনা করলে রাজনীতিতে পরস্পরের প্রতি সহাবস্থান থাকবে না।’


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন