‘গণতন্ত্রের লেবাসে ভয়ংকর বর্বর স্বৈরশাসক ছিল হাসিনা সরকার’
নরসিংদী প্রতিনিধি:
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৫:০৯ পিএম
ছবি-যুগের চিন্তা
বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিষ্ট ও দানবীর সরকার ১৬ বছর এই দেশের মানুষের উপর অন্যায়, নিপীরন, হত্যা , মামলা, গুম এমন কোন হেন কাজ নেই যা তারা করে নাই। গণতন্ত্রের লেবাসে ভয়ংকর বর্বর স্বৈরশাসক ছিলো। যে শাসক ফেরাউনকেও হার মানিয়েছে। শুক্রবার দুপুরে জুলাই আন্দোলনে জেলার প্রথম শহীদ তাহমিদের স্কুল নাছিমা কাদির মোল্লা হাই স্কুলে এক স্মরণ সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের অনেকে মামলা খেয়েছে,গুম হয়েছে মারা গিয়েছে। সর্বশেষ বৈষম্যবিরোধী আন্দোলনে তারা নৃশংস হত্যাযঞ্জ চালিয়েছে। তাদের অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করেছে ছাত্রজনতা। নরসিংদীতে তাহমিদের মত সাহসী সন্তানরা জীবন দিয়েছে। তার স্মরণে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে তাহমিদ চত্তর করা হবে। দেশে এখনো পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। গোপালগঞ্জে হামলা এবং মিটফোর্টে ব্যবসায়ীকে নৃসংশভাবে হত্যা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এসবই পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তহমিদদের মত শহীদদের রক্তে অর্জিত অভ্যুত্থানকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এসব থেকে মুক্তি পেতে গণতন্ত্রের বিজয় অর্জন করা জরুরী। এজন্য একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্রের চূড়ান্ত বিজয় হলেই শহীদ তাহমিদসহ স্থল শহীদের আত্মা শান্তি পাবে।
তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের পাশে রয়েছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীরা শহীদ ও আহতদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। শহিদদের আমরা চিরদিন স্মরণীয় করে রাখবো। তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবো।
নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস্ (এনকেএম) এর সভাপতি আব্দুল কাদির মোল্লা বলেন,আমাদের স্নেহের ছাত্র জুলাই আন্দোলনে নরসিংদী প্রথম শহীদ তামিদের নামে এনকেএম স্কুলে একটি ১০তলা ভবনের নামকরন করা হবে এবং এই ভবনটি শহীদ তাহমিদের নামে উৎসর্গ করা হবে। ইতোমধ্যে স্কুল প্রাঙ্গনে শহীদ মিনারের পাশে তাহমিদের নামে একটি স্মৃতি ফলক করা হয়েছে। তিনি আরও বলেন, এই এনকেএম স্কুল যতদিন থাকবে তাহমিদের স্মৃতি ততদিন থাকবে যা দেখে পরবর্তী প্রজন্ম শহীদ তাহমিদকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।
আব্দুল কাদির মোল্লার সভাপতিত্বে এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, এ্যাড. আব্দুল বাছেদ ভূঁইয়া, গোলাম কবির কামাল, শহীদ তাহমিদের পিতা রফিকুল ইসলাম, বিএনপি নেতা আউলাদ হোসেন, আব্দুর রউফ ফকির রনি, সুমন চৌধুরীসহ জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে সকালে নরসিংদীর চিনিশপুরে শহীদ তাহমিদের কবরে ফুলের শ্রদ্ধা নিবেদন ও তার রুহের শান্তি কামনা করে দোয়া করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। এর পর বিকেলে শহীদ সজিবের কবর জিয়ারাত, কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল করবে নরসিংদী জেলা বিএনপি।
শহীদ তাহমিদ ২৪এর জুলাই আন্দোলনে অংশ নিয়ে ১৮ জুলাই ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে পুলিশের গুলিদে জেলার প্রথম শহীদ হন। সে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের তৎকালীর নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।



