গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বিএনপির নতুন কর্মসূচি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৯:৪২ পিএম
ছবি : সংগৃহীত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এবং আহতদের আশু সুস্থতা কামনায় সারাদেশে দোয়া ও মৌন মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১৮ জুলাই) ঢাকাসহ দেশের সকল জেলা ও মহানগরের মসজিদে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। একই দিনে ঢাকাসহ সারাদেশে মৌন মিছিলও আয়োজন করা হবে।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।



