গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা, মিরপুরে জামায়াতের প্রতিবাদ
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০১:৪৬ পিএম
গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে মিরপুর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, জিয়াউল হাসান, ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দীকি, ডা. আসাদুজ্জামান কাবুল, শাহ আলম তুহিন প্রমুখ।
মিছিল শেষে সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর্যুপরি ব্যর্থতার কারণেই গোপালগঞ্জ রক্তাক্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসীদের গ্রেফতার না করায় পতিতরা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে।’



