গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নরসিংদীতে সমাবেশ
নরসিংদী প্রতিনিধি :
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১০:০৭ পিএম
ছবি-সংগৃহীত
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভায় হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে নরসিংদী শহীদ তাহমিদ চত্বর ( জেল খানার মোড় ) প্রাঙ্গনে বুধবার সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি নরসিংদী শাখা।
এতে নরসিংদী জেলা বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী সহ শত শত লোক এতে অংশগ্রহণ করে।
এ প্রতিবাদ সভায় বক্তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বর্বরোচিত হামলা তীব্র নিন্দা জানান এবং এ হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবী জানান।



