Logo
Logo
×

রাজনীতি

কুমিল্লা জেলার হোমনায়

জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধে মা-বোনদের খুন ও সম্ভ্রমহানির সাথে জড়িত ছিল: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

Icon

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি :

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৪:১২ পিএম

জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধে মা-বোনদের খুন ও সম্ভ্রমহানির সাথে জড়িত ছিল: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

সারাদেশে বিচারবহির্ভূত ‘মব জাস্টিস’, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে ছবি ভাংচুর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও পরিকল্পিত ভাবে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটানোর প্রতিবাদে কুমিল্লার হোমনায় উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, জামায়াতে ইসলামী স্বাধীনতার যুদ্ধে বিরোধিতা করে পাকিস্তানের বাহিনীর সাথে মিলে আমাদের বহু মা-বোনদের ইজ্জত লুট করেছিল। আজকে সেই জামাত দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে নতুন গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ভাংচুরের সাহস তারা কোথায় পেল। আজকে আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিলে এই সমস্ত কুলাঙ্গারদের জন্য বিএনপি'র একটি সংগঠনই যথেষ্ট ছিল।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী হাইকোর্টের রায়ে যুদ্ধ অপরাধী, তারপরও দেশবাসী তোমাদের মাফ করে থাকার একটি সুযোগ করে দিয়েছে। বিএনপি একটি সার্বভৌমত্বের দল। যে দলটি জাতীয়তাবাদের ধারক ও বাহক, সেই দলের নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের করলে এ দেশ থেকে তোমাদের কে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। তিনি আরও বলেন, এনসিপি কোন রাজনৈতিক দল না,একটা শিশু দল। ছয়-সাত মাস যাবত চেষ্টা করছে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে।

এসময় উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএপি সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারন সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপি সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম, বিএনপি নেতা জাকির হোসেন, শামসুদ্দিন আহম্মেদ, শাহ আলম, ইয়া মুছা, মিজানুর রহমান, শাহজাহান মোল্লা,শেফালি বেগম, শাহ আলম হিমেল,যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জামাল উদ্দিন, জহিরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অহিদুজ্জামান মোল্লা, কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম, ছাত্রদল নেতা মজিবুর রহমান সহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন