Logo
Logo
×

রাজনীতি

আওয়ামী লীগের গডফাদার খ্যাত

শামীম ওসমানের একাউন্টে ৫০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৪:২৪ পিএম

শামীম ওসমানের একাউন্টে ৫০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

দুর্নীতির অভিযোগে এবার আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক এমপি শামীম ওসমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একই অভিযোগে পৃথক মামলা হয়েছে তার স্ত্রীর বিরুদ্ধেও।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে দুদকের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এসময় তিনি বলেন, শামীম ওসমান দম্পতির বিরুদ্ধে ৫শ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে।

দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. তানজির আহমেদ জানান, ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়াও ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকা অস্বাভাবিক লেনদেন করে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

বিগত আওয়ামী লীগের আমলে ভয়ংকর গডফাদার হিসেবে নারায়নগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমানের নাম চারদিকে ছড়িয়ে পড়ে। দল এবং সরকারের নাম ভাঙিয়ে কয়েক হাজার কোটি টাকা অবৈধ সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। তার স্ত্রী লিপি ওসমান পুত্র অয়ন ওসমানসহ নিকট আত্মীয়রা নানা অবৈধকর্মকান্ডে জড়িয়ে বিপুল সম্পদের মালিক বনে যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন লিপি ওসমান তার পরিবারের অন্য সদস্যদের নিয়ে ভারতে পালিয়ে যান। ২০-২৫ দিন পর আত্মপোগনে থাকা শামীম ওসমান তার অয়ন ওসমান চোরাই পথে ভারতে পারি জমান। বর্তমানে শামীম ওসমান দুবাইয়ের আজমান শহরের নিজ বাড়িতে বসবাস করছেন। ক্ষমতায় থাকার সময় শামীম ওসমান দুবাই, মালয়েশিয়া, তুরস্ক, কানাডা এবং আমেরিকায় বিপুল পরিমানে অর্থপাচারের অভিযোগ রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন