Logo
Logo
×

রাজনীতি

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি প্রতিনিধি দল

Icon

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১২:৪১ পিএম

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি প্রতিনিধি দল

ছবি - প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে গেলেন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল

ভোটের প্রতীক তালিকায় শাপলা না রাখার সিদ্ধান্তের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করতে গেলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। রোববার সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান এনসিপির পাঁচ সদস্যের দল।


প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ১১টার দিকে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ প্রতিনিধিরা বৈঠকে বসেন।


গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে শাপলা ছাড়াই ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি, যা ওইদিনই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায়। ইসির এ সিদ্ধান্তে সমালোচনা করে এনসিপি।


এর আগে ২২ জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। আবার মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য ১৭ এপ্রিল একই প্রতীক চায়। এছাড়া দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে। শাপলা নিয়ে এই পাল্টাপাল্টি দাবির মধ্যেই প্রতীকটি তফসিলে অন্তর্ভুক্তই করেনি ইসি।


বর্তমানে ৫০টি দল নিবন্ধিত আছে। বাকি প্রতীকগুলো স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য নতুন দলগুলোকে বরাদ্দ দেওয়া হবে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন