Logo
Logo
×

রাজনীতি

৫ আগস্টের আগে মিডিয়া ছিল হাসিনার এখন বিএনপির

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১০:১৯ পিএম

৫ আগস্টের আগে মিডিয়া ছিল হাসিনার এখন বিএনপির

ছবি-যুগের চিন্তা

দীর্ঘ প্রায় এক বছরেও জুলাই সনদ ঘোষণা না করায় ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার সন্ধ্যায় নরসিংদী প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ ক্ষোভ প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নরসিংদীর নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নরসিংদী জেলার মুখপাত্র জান্নাতুল ফেরদৌস মালিহা বলেন,৫ আগস্টের পূর্বে মিডিয়া ছিল শেখ হাসিনা সরকারের। ৫ আগস্টের পর মিডিয়া হয়েগেছে বিএনপির। 

হাজার হাজার ছাত্র—জনতা শহীদ হয়েছে এই জুলাই আন্দোলনে। তাদের লাশের উপর দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আপনাদের কর্মকান্ডের কারণে যদি আমাদের অর্জিত এই স্বাধীনতা বিনষ্ট হয় বা যারা জুলাই ইতিহাসকে বিক্রিত করার চেষ্টা করবে তাদের ছাড় দেয়া হবে না। 

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজীসহ নাশকতা করে আবার বাংলাদেশকে আগের ফ্যাসিবাদের মত করে দেশ চালাতে চান তবে ভুল করবেন। ছাত্র জনতা যতদিন বেঁচে আছে, বাংলাদেশে আর কোনো স্বৈরাচারকে মাথা উচু করে দাঁড়াতে দেবে না। 

৯ জুলাই ছলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে যে পৈচাশিক হত্যাকান্ডের ঘটনা ঘটেছে, তার তীব্র নিন্দা করে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বা যে রাজনৈতিক দলই জড়িত হোকনা কেন, তাদেরকে অবশ্যই দ্রুত আইনের আওতায় আনতে হবে। 

এখনো পর্যন্ত জুলাই সনদ ঘোষণা না করায় তিনি ছাত্র উপদেষ্টাদের তীব্র সমালোচনা করে বলেন, অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে। বৈষম্যবিরোধী আন্দোলনের পর কথা ছিল এক মাসের মধ্যে ঘোষণা করা হবে। কিন্তু দীর্ঘ প্রায় এক বছরেও জুলাই সনদ ঘোষণা না করায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এখন পর্যন্ত জুলাই সনদ ঘোষণা না হওয়ায় ছাত্র প্রতিনিধিদের চরম ব্যর্থতা বলে উল্লেখ্য করেন তিনি। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নরসিংদীর যুগ্ম আহবায়ক শাহরিয়ার খান আকিব, আলবি সরকার, কারিম আহসান, ছাত্র প্রতিনিধি আশরাফ সামি, জোয়েল মিয়া প্রমুখ। 


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন