দেশে সাম্প্রতিক সময়ের হত্যা নৈরাজ্যকারীদের সরকার প্রশ্রয় দিচ্ছে: তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৭:০২ পিএম
ছবি : সংগৃহীত
পুরান ঢাকার মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড নিয়ে সরকারের ভূমিকা ও নৈরাজ্য প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১২ জুলাই) গুলশানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তারেক রহমান বলেন, “দেশের চলমান হত্যাকাণ্ড ও নৈরাজ্য সরকারের আশ্রয়ে বেড়ে চলেছে। যারা মব তৈরি করে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না?” তিনি অভিযোগ করেন, “যে ব্যক্তিকে প্রকাশ্যে হত্যায় অংশ নিতে স্ক্রিনে দেখা গেছে, তাকে এখনো কেন গ্রেপ্তার করা হয়নি?”
তিনি আরও বলেন, “আদালত, প্রশাসন ও সরকার কোনো অদৃশ্য শক্তির ছায়ায় পরিচালিত হচ্ছে। যেখানে জনগণের স্বাধীনতা ও নিরাপত্তা হুমকির মুখে।” বিএনপির পক্ষ থেকে সব ধরনের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।
সরকারের উদ্দেশে তিনি বলেন, “এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব জনগণের জান-মালের সুরক্ষা নিশ্চিত করা। প্রশ্রয় নয়, আইনের শাসন প্রতিষ্ঠা হোক।” প্রশাসনের মধ্যে স্বৈরাচারের প্রবণতা এখনও বিরাজমান বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান আশ্বাস দেন, “ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় গেলে, অধিকার রক্ষায় প্রাণ দেওয়া প্রতিটি নাগরিকের বিচার নিশ্চিত করতে বিএনপি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।”



