Logo
Logo
×

রাজনীতি

ফুটবলার ঋতুপর্ণার মা ভূজোপতির বাড়িতে বিএনপির রিজভী

Icon

মোহাম্মদ আলী, রাঙ্গামাটি :

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৮:৩৬ পিএম

ফুটবলার ঋতুপর্ণার মা ভূজোপতির বাড়িতে বিএনপির রিজভী

ছবি-যুগের চিন্তা

তারকা ফুটবলার  ঋতুপর্ণা চাকমার  মা  ভূজোপতি চাকমার অসুস্থতার খবর নিতে ও তাকে এক নজন দেখতে  গেছেন  বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে তার গ্রামের বাড়িতে গেছেন। বুধবার  সকালে ১০টায় প্রবল বৃষ্টি উপেক্ষা করে  দূর্গম পাহাড়ি পথ  বেয়ে কাঁদাপানির ছড়া পেড়িয়ে ঋতুপর্ণার বাড়ি য়ান তিনি।  রাঙ্গামাটির কাউখালী উপজেলার দুর্গম মঘাছড়ি গ্রামে  ঋতুপর্ণার বাড়ি। 

সফরসঙ্গীদের নিয়ে যান কেন্দ্রীয় বিএনপির এই  বর্ষিয়ান নেতা। তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ,ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন , রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দিপেন তালুকদার ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, ও উপজেলার  বিএনপির নেতৃবৃন্দ।

 দীর্ঘদিন ধরে ঋতুপর্ণা মা ভূজোপতি চাকমার ক্যান্সারে আক্রান্ত হয়েছে অসুস্থ অবস্থায় পড়ে আছে।  অথের্র  অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেনা। তিনি এই কঠিন রোগ নিয়ে ধুকে ধুকে  ভুগছেন সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী এই  নারী ফুটবলারের  মমতাময়ী মা। আলোড়ন সৃষ্টিকারি  এই তারকা নারী ফুটবলার এখনো মায়নমারে দেশের হয়ে খেলতে গেছেন।      

মগাছড়ি গ্রামে পৌঁছে রুহুল কবির রিজভী ঋতুপর্ণার মা ভুজোপতি চাকমার সঙ্গে কথা বলেন। তিনি তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন তিনি এ সময় ‘আমরা বিএনপি পরিবার’ পক্ষ থেকে ২ লাখ টাকা দেওয়া হয় ভুজোপতি চাকমাকে। প্রতি মাসে কেমোথেরাপি দেওয়ার জন্য মাসে  আরও ৩০ হাজার টাকা করে বিএনপি পরিবার’ থেকে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, “জাতীয় নারী ফুটবলের দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মা অসুস্থ। এই খবর শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত ঋতুপর্ণা চাকমার মায়ের সঙ্গে দেখা করার নির্দেশনা দেন। নির্দেশনা পেয়ে বুধবার সকালে মগাছড়ি গ্রামে তার বাড়িতে আসি। ঋতুপর্ণা চাকমার মায়ের সঙ্গে  দেখা করি তাকে তারেক রহমানের সহযোগিতা পৌঁছে দিয়েছি। আমরা তার রোগমুক্তির প্রার্থনা করেছি।

ঋতুপর্ণার গ্রামের সড়কের অবস্থা দেখে রেজভী ফ্যাসিষ্ট শেখ হাসিনার সরকারের সমালোচনা করে বলেন ,গত ১৭ বছর ধরে উন্নয়নের যে বুলি উড়ানো হয়েছে, তার প্রমাণ তো আজকে আমরা এখানে এসে দেখতে পেলাম।

তিনি বলেন, একটা-দুইটা পদ্মা সেতু করলেই উন্নয়ন বলে বুলি আওড়ানো হতো। এতোদিন আমাদেরকে যে উন্নয়নের গল্প শোনানো হয়েছে,সেটি যে ভাওতাজি আর প্রতারণা ছিলো তার প্রমান ঋতুপর্ণার এই গ্রামের বাড়িতে এসে নিজ চোখে দেখেই বুঝতে পারলাম। পাহাড়ি এই এলাকায় উন্নয়ণের কোনো ছৌয়া-ই  লাগেনি। না আছে কোনো রাস্তা-ঘাট, না আছে কোনো যোগাযোগ ব্যবস্থা। শুধু দুয়েকটা পদ্মাসেতু আর ফ্লাইওভার দেখিয়ে গত ফ্যাসিষ্ট সরকার মানুষের সাথে যেভাবে প্রতারণা করেছে আজ সেটা প্রমাণিত। 

রিজভী বলেন, ঋতুপর্না অসাম্প্রদায়িক চেতনার মূলমন্ত্রকে ধারণ করে গোটা দেশকে আলোকিত করেছে। বিগত ফ্যাসিষ্টের আমলে শোষণ,জুলুম নির্যাতনের মাধ্যমে দেশের প্রতিভাকে ঢেকে রাখার চেষ্ঠা করা হয়েছিলো; সেই অবস্থা থেকে উত্তরন ঘটিয়ে উম্মোচিত করে প্রতিভাগুলোকে প্রদীপের আলোর সামনে নেওয়ার কোনো ব্যবস্থা আমরা এখনো দেখছিনা। 

ঋতুপর্ণা পরিবার সূত্রে জানা গেছে, তার মা ভুজোপতি চাকমা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত।  ইতোমধ্যে  তিনটি কেমো নিয়েছেন। প্রতি ২১ দিন অন্তর  তাকে চট্টগ্রাম শহরে নিয়ে কেমোথেরাপি দিতে হচ্ছে।

 উল্লেখ্য গত ৬ জুলাই অনলাইনে এই বিষয়ে নিউজ হওয়ার পর এই বিষয় নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন