জাতীয় পার্টির নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৫:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় পার্টির মহাসচিব পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ দিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। সোমবার (৭ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
দলটির গঠনতন্ত্রের ২০(ক) ধারার ভিত্তিতে চেয়ারম্যান কাউকে শোকজ বা কারণ দর্শানোর নোটিশ ছাড়াই পদচ্যুত বা নতুন নিয়োগ দেওয়ার এখতিয়ার রাখেন। এর আগেও এই ধারা অনুযায়ী মসিউর রহমান রাঙ্গাকে বহিষ্কার করে মুজিবুল হক চুন্নুকে মহাসচিব হিসেবে নিয়োগ দেন জিএম কাদের।
এই নতুন নিয়োগের মাধ্যমে জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ে নেতৃত্বে আবারো পরিবর্তন এসেছে। দলীয় সূত্র বলছে, সাংগঠনিক কার্যক্রমে গতি ফেরানো এবং দলকে সামনে এগিয়ে নেওয়ার কৌশলের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



