
প্রিন্ট: ২৬ জুলাই ২০২৫, ০৬:৪৫ পিএম
ঐকমত্য কমিশনেএনসিপি নেতার বক্তব্য ভাইরাল

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৬:০৯ পিএম

ছবি-সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনে দেওয়া জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল রবিবার বিকেলে ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ বক্তব্য দিয়েছেন।
বক্তব্যের অংশটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন এনসিপির এ নেতা নেতা। পোস্টের বর্ণনায় তিনি লিখেছেন, ঐকমত্য কমিশনের আজকের মিটিংয়ে পুরো ঐকমত্য প্রক্রিয়া একটি দল ও তার সমমনা গুটিকয়েক দলের কারণে থমকে গেছে।
কয়েক দিনের লম্বা আলোচনার পরও সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি ও উচ্চকক্ষে পিআর নিয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি।
ভাইরাল হওয়া বক্তব্যে এনসিপির এ নেতাকে বলতে শোনা যায়, সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা আলোচনা করলাম। এই সময়ে পুরো হাউস অনেক আলোচনা করল। আলোচনার এক পর্যায়ে সালাহ উদ্দিন ভাইয়ের কাছে গিয়ে আলোচনা আটকে গেল।
আবার ৩টা থেকে ৫টা পর্যন্ত ২ ঘণ্টা আলোচনা করলাম। এবারও আলোচনা একটা জায়গায় আটকে গেছে।
তিনি বলেন,‘আমি ঐকমত্য কমিশনের কাছে একটা প্রস্তাব রাখতে চাই, আপনারা দয়া করে বিএনপির কাছে আগে প্রস্তাবগুলো দেন। তারা কোনগুলোতে একমত তারপর সেগুলো হাউসে নিয়ে আলোচনা করুন। না হলে এভাবে আলোচনার দরকার নেই।’
তিনি আরো বলেন, সংবিধান সংশোধনের ক্ষমতা থাকলে বিএনপি পিআর পদ্ধতিতে রাজি নয়। তার মানে মূল সমস্যা সংবিধান সংশোধনের ক্ষেত্রেই। কিন্তু মৌলিক সংস্কারের ক্ষেত্রে আমরা বারবার বলছি, এই যে, ৪০ শতাংশ ভোট পেয়ে আপনি নিজের পছন্দমতো সংবিধান সংশোধন করে দিচ্ছেন সেটা আটকানোর জন্যই আমরা মৌলিক সংস্কারের কথা বলছি। যাতে আপনি হুটকরে আপনার মনমতো সংবিধান সংশোধন করতে না পারেন।
সেটার জন্যই উচ্চকক্ষের ধারণা। আর উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের প্রতিচ্ছবি হয়, সেই উচ্চকক্ষের প্রয়োজন কী? এতে রাষ্ট্রের ব্যয় বাড়ানো ছাড়া আর কী উপকার আছে? সূত্র : অনলাইন