
প্রিন্ট: ২৮ জুলাই ২০২৫, ০২:৫০ এএম
এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটি গঠন

রাজশাহী প্রতিবেদক :
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১০:০৪ পিএম

ছবি-সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগর সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ জুন) দলটির সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে প্রধান সমন্বয়কারী হয়েছেন মোবাশ্বের আলী, যুগ্ম সমন্বয়কারী হয়েছেন আল আশরারুল ইমাম (তানিম),সারওয়ারুল হক রবিন এবং মাহফুজুর রহমান জুয়েল।
সদস্যরা হলেন - নাজমুল হক কাজল, ফুয়াদ সোনম, ইব্রাহীম হোসেন, ইঞ্জিনিয়ার মোবাশ্বের হোসেন, ফাহাবির চৌধুরী, উরশী মাহফিলা ফাতেহা, শ্রী রথিন কুমার সরকার, ডা. নাহিদ আক্তার, মোফাচ্ছিরুল ইসলাম রাতুল, সালাউদ্দিন বাপ্পী, রাসেল আহমেদ, মীর মোহাম্মদ রহমতুল্লাহ, মাহফুজুর রহমান বাবু, পরিমল চন্দ্র উরাও এবং আবির হাসনাত রুদ্র।