
প্রিন্ট: ২৮ জুলাই ২০২৫, ০৩:৪৩ এএম
আর যেন ফ্যাসিবাদের জন্ম না হয় : ডা. শফিকুর রহমান

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০৫:৪০ পিএম

ছবি - সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয়। এর মাধ্যমে যেন জনপ্রত্যাশা পূরণ হয়। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ ভুলে যেন দেশ ও জাতির স্বার্থ দেখতে পারেন সেদিকে নজর দেওয়া উচিত।’
শুক্রবার (২৭ জুন) সকালে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এরা আগে শহরের শাহ মোস্তফা রোডে দেওয়ান মঞ্জিলে মরহুম সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।
এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সাবেক জেলা আমির আব্দুল মান্নান, সেক্রেটারি মো. ইয়াসির আলী, মরহুমের বড় ছেলে দেওয়ান শরীফুজ্জামান, দেওয়ান কামরুজ্জামান শিবলী, দেওয়ান মাশকুরুজ্জামান ও দেওয়ান মুয়াজ উজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শেরপুর গ্রামে হত্যাকাণ্ডের শিকার স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুমের কবর জিয়ারত করেন জামায়াত আমির। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি।