Logo
Logo
×

রাজনীতি

সব আসনে প্রার্থীই দিতে পারবে না এনসিপি : মান্না

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৮:৪৯ পিএম

সব আসনে প্রার্থীই দিতে পারবে না এনসিপি  : মান্না

ছবি-সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সব আসনে প্রার্থী দিতে পারবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, এনসিপির শীর্ষ নেতাদের কঠিন লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। এখন যারা আছে ২৪ এর গণঅভ্যত্থানের দল করতে চায়,তারা দল গঠন করে পাড় পাবে না।

এখন মানুষ প্রশ্ন করে এনসিপি কয়টি সিট পাবে? এনসিপি কয়টি আসনে জিতবে। তারাতো এরকম করে বলছে যেন বিএনপি কোন বিষয় নয়। তারা নির্বাচনে জিতে তারাই ক্ষমতায় যাবে। আমি অনেক জায়গা থেকে বলতে শুনেছি তারা তো সব আসনে প্রার্থীই দিতে পারবে না।

জিতবে কয়টা এটা হাতে গোনা যাবে। অথচ কী বিশাল কাণ্ড ঘটিয়েছিল। কিন্তু নাগরিক ঐক্যর মত একটি দল বানাতে পারবে। দল হয়ে উঠবে যেটা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হবে।

 তিনি বলেন, নাগরিক ঐক্য জনগণের আশার প্রতীক হতে পারবে। বিএনপি কী সেই রকম একটি দল। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক? বিএনপি নিয়ে কোনো প্রশ্ন নেই। মানুষের মধ্যে কোনো কনফিউশন নেই। মানুষ বিএ্নপির ব্যাপারে সমালোচনা করে না।

তিনবার- চার বার সমালোচনা করেননি কে? কনফিডেন্টলি বিএনপি সব ঠিক করছে বিএনপি সব ভালো করছে। দল যত বড় হয় তার নিয়ন্ত্রণের রশি তত দুর্বল হয়। মানুষ যত দুরে চলে যায় তার সঙ্গে আত্মিক যোগাযোগ কমে যায়। এমনকি ইন্টারনেট এত বিস্তর হওয়ার পরও তার সঙ্গে সেইভাবে যোগাযোগ করা যায়না।

তিনি আরো বলেন, বিএনপিকে আমি সেই ভাবে দেখতে চাই। যারা জনগণের আশা আশাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন