
প্রিন্ট: ২৮ জুলাই ২০২৫, ০৭:৩১ পিএম
ছাত্রশিবির ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করছে : ছাত্রদল সভাপতি

জবি প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৭:৫৮ পিএম

ছবি-সংগৃহীত
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন,বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির ছাত্রলীগ করার প্রমাণ আমাদের কাছে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি সরাসরি ছাত্রলীগের কমিটিতে ছিল। বর্তমানে ছাত্রলীগকে পুনর্বাসন করতে চেষ্টা করছে ছাত্রশিবির। ভবিষ্যতে এমন করা হলে আমরা মেনে নেব না।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে ছাত্রদলের মাসব্যাপী ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাত্রদল সভাপতি বলেন, ‘আহবায়ক কমিটিতে যারা নিষ্ক্রিয় আছেন, তাদের ৫-৬ দিনের মধ্যে তালিকা করবেন। তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে।
আহ্বায়ক কমিটি যাচাই-বাছাই করার পর প্রত্যেক ডিপার্টমেন্টে কমিটি ঘোষণা করব। রানিং শিক্ষার্থীদের দিয়েই বিভাগের কমিটি দেওয়া হবে।’
রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। তিনি সম্ভবত ২০০৮-০৯ বর্ষের শিক্ষার্থী।
তার কিভাবে ছাত্রত্ব থাকে? বাংলাদেশের একটি গুপ্ত বাহিনীর একটা আলবদর বাহিনী রয়েছে। জামায়াতে ইসলামীর যারা ছাত্রদলের বিরুদ্ধে কথা বলেন,তারা আপনাদের ছাত্রসংগঠন ছাত্রশিবিরের সভাপতি সেক্রেটারি কত সেশনের শিক্ষার্থী তা স্পষ্ট করবেন।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন,জবি ছাত্রদল বহু গুম-খুনের শিকার হয়েছে। এখনো গুম অবস্থায় রয়েছে। এখনো তাদের লাশ খুঁজে পাইনি।