এনসিপির মাদারীপুর জেলা ও সদর কমিটি স্থগিত
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১২:২৭ পিএম
ছবি - সংগৃহীত
অভ্যন্তরীণ কোন্দলে পাল্টাপাল্টি হামলার পরিপ্রেক্ষিতে মাত্র ১০ দিন আগে ঘোষিত মাদারীপুর জেলা ও সদর উপজেলা কমিটি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। বুধবার রাতে দলের যুগ্ম সম্পাদক (দপ্তার) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থগিত হওয়া জেলা সমন্বয় কমিটির ৫ নম্বর সদস্য আব্দুল্লাহ আদিল ও ৬ নম্বর সদস্য রাতুল হাওলাদারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে এসব সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বুধবার রাতে মাদারীপুরে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক যৌথ কর্মী সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলার সদস্য সচিব মাসুম বিল্লাহকে পিটিয়ে জখম করেন এনসিপির কয়েক নেতা।
তাদের মধ্যে এনসিপির মাদারীপুর জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী হাফেজ মোহাম্মাদ হাসিবুল্লাহ ও তার অনুসারীদের নাম এসেছে সংবাদমাধ্যমে।
ওই ঘটনার পর থেকেই হাসিবুল্লাহ, আদিল ও রাতুলের ফোন নম্বর বন্ধ পাওযা যাচ্ছে।



