BETA VERSION মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ২৯ জুলাই ২০২৫, ০১:১৮ পিএম

Swapno

রাজনীতি

দাঁড়িপাল্লায় ভোট চাওয়া বিএনপির ১৩ নেতাকে শোকজ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৯:২৪ পিএম

দাঁড়িপাল্লায় ভোট চাওয়া বিএনপির ১৩ নেতাকে শোকজ

ছবি-সংগৃহীত

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে সিরাজগঞ্জ জেলা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির ১৩ নেতাকে শোকজ করা হয়েছে। একই কারণে দলের সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আরো ২১ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

গত ২১ জুন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ এনামুল হক স্বাক্ষরিত আলাদা আলাদা পত্রে এ তথ্য জানানো হয়। তবে বিষয়টি গত তিন দিন পর আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেলে বিষয়টি জানাজানি হয়।

শোকজপ্রাপ্ত নেতারা হলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ দুলাল হোসেন খান, জেলা বিএনপির উপদেষ্টা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, জেলা বিএনপির উপদেষ্টা কামাল হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা আমিনুল বারী তালুকদার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ব্যারিস্টার আব্দুল বাতেন, জেলা বিএনপির নির্বাহী সদস্য রহিত মান্নান লেলিন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম ভূইয়া, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, একই কমিটির সাবেক সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম হিরন, সাবেক সাংগঠনিক সম্পাদক রুম বাদশা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল হাশেম মেম্বার।

চিঠিতে বলা হয়েছে, গত ২০ জুন তাড়াশ উপজেলার শাহ শরীফ জিন্দানী (রহঃ) এর মাজার জিয়ারতের সময় উল্লেখিত নেতাকর্মীদের উপস্থিতিতে স্লোগানে বলা হয় টুকু ভাইয়ের সালাম নিন (বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু) দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যা দলীয় শৃঙ্খলা পরিপন্থি।

এ অবস্থায় আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদকের নিকট সশরীরে উপস্থিত হয়ে আপনাদের লিখিত জবাব প্রদান করার জন্য নির্দেশপূর্বক অনুরোধ করা হলো।

এ বিষয়ে শোকজ প্রাপ্ত জেলা বিএনপির নির্বাহী সদস্য রহিত মান্নান লেলিন মঙ্গলবার সন্ধ্যায় বলেন, মাজার জিয়ারতের সময় সেখানে জামায়াতের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। কারা ম্লোগানটি দিয়েছিল তা আমি জানি না। অভিযোগ উঠার পর আমরা সংবাদ সন্মেলন করে প্রতিবাদ করেছিলাম।

তারপরও জেলা বিএনপির পক্ষ থেকে শোকজ করায় ইতোমধ্যে সবাই জবাবও দিয়েছি।  

গত ২০ জুন তাড়াশ উপজেলার শাহ শরীফ জিন্দানী (রহ.) এর মাজারে গিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা একসাথে মাজার জিয়ারত ও জুম্মা নামাজ পড়েন। এরপর জামায়াত নেতাকর্মীরা চলে গেলে বিএনপির নেতাকর্মীরা মাজারের মসজিদে মিলাদ মাহফিল করেন। এরপর পাশের একটি স্কুল চত্বরে মতবিনিময়সভা শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়। পরবর্তীতে অভিযোগ উঠে বিএনপি নেতাকর্মীরা টুকু ভাইয়ের মার্কা (বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু) দাঁড়িপাল্লা মার্কা স্লোগান দিয়েছেন।

যে কারণে ২১ জুন রায়গঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টির প্রতিবাদ করা হয়। এরপর ২২ জুন রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলীয় কার্যালয়ে পাল্টা সংবাদ সন্মেলন করে বিষয়টির প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী সিরাজগঞ্জ বিএনপির শোকজ

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com