
প্রিন্ট: ৩০ জুলাই ২০২৫, ০৭:৫১ এএম
এনসিপির 'ন' নিয়েও আলোচনার কিছু নেই : রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৩:১৯ পিএম

ছবি - বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা
জাতীয় নাগরিক পার্টি- এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর ৩০০ আসন পাওয়ার কথা কৌতুকের শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন, এনসিপির 'ন' নিয়েও আলোচনার কিছু নেই। নেতাদের এমন বক্তব্যের মাধ্যমে কৌতুক থেকেই হোক এনসিপি আলোচনায় আছে।
দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন রুমিন ফারহানা।
তিনি বলেন, সময় যত গড়াতে থাকবে তত মানুষ সত্যিই বুঝতে পারবে যে বাংলাদেশ নির্বাচনমুখী হয়েছে কিনা। রাজনীতি কঠিন ব্যাপার। বাংলাদেশে রাজনীতি করা মানে জীবন হাতে নিয়ে থাকা।
তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ রাজনীতিবিদদের হাত ধরে বর্তমান জায়গায় এসেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেত্রী।