
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০৪:৫৬ এএম
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক :
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৮:২৬ পিএম
-685964004f59b.jpg)
ছবি : যুগের চিন্তা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। উপযুক্ত ও দেশ প্রেমিক জনপ্রতিনিধি ছাড়া আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাঞ্ছারামপুর উন্নয়ন ফোরামের সভাপতি- সহকারী অধ্যাপক (অব.) দেওয়ান মোঃ নকিবুল হুদা।
সোমবার (২৩ জুন ) ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সহকারী অধ্যাপক (অব.) দেওয়ান মোঃ নকিবুল হুদার নেতৃত্বে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। শত শত সমর্থক ও ভোটার নিজ নিজ মোটরসাইকেল নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বাঞ্ছারামপুরের প্রতিটি বাড়ি বাড়ি, অলিগলি, ডোর টু ডোর বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে দলীয় নেতা কর্মীরা জোরদার প্রচারনা চালানো হয়।
জামায়াত কর্তৃক নির্বাচনী মোটরসাইকেল শোডাউন পূর্বে বক্তব্যে নকিবুল হুদা বলেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, বৈষম্য মুক্ত সমাজ গঠন করতে হলে তাকওয়াবান, পরহেজগার ও দেশ প্রেমিক মানবিক মানুষকে ক্ষমতায় পাঠাতে হবে।
উক্ত মোটরসাইকেল শোডাউন পূর্বে আলোচনায় আরও বক্তব্য রাখেন, বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুফতি আলাউদ্দিন সাদি, পৌর জামাতে ইসলামীর সভাপতি প্রভাষক সিদ্দিকুর রহমান, সেক্রেটারী মোঃ ফারুকুল ইসলাম, বাঞ্ছারামপুর পৌর জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মাসুদুর রহমান, বাঞ্ছারামপুর উপজেলা জামাতে ইসলামীর যুব বিভাগের সমাজকল্যাণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন ও মানিকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, পাহাড়িয়াকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা শাহাদাত হোসেন শাহিন, দরিয়াদৌলত ইউনিয়ন জামাতে ইসলামীর সভাপতি মাওলানা খলিলুর রহমান, বাঞ্ছারামপুর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাহিমুর রহমান, সেক্রেটারী সোহেল তানভীর সহ জামায়াতের নেতৃবৃন্দ। উক্ত নির্বাচনী মোটরসাইকেল শোডাউনে গাজীপুর-২ নির্বাচনী এলাকার শত শত ভোটার স্বতঃস্ফূর্ত ভাবে নিজ নিজ মোটরসাইকেল নিয়ে অংশ নিয়েছেন। উক্ত মোটরসাইকেল শোডাউনটি এলাকায় বেশ আলোড়ন তুলেছে।
আয়োজকরা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ শোডাউন স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তারা জানান, শোডাউনের মাধ্যমে এলাকাবাসীর মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
এদিকে, নির্বাচনী মাঠে প্রধান প্রধান দলগুলোর পাশাপাশি জামায়াতের এমন সরব উপস্থিতি স্থানীয় পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে।