
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০৬:৫১ এএম
রূপগঞ্জে চুরি করতে গিয়ে যুবদল কর্মী গণধোলাইয়ের শিকার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক :
প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৭:২৫ পিএম

ছবি- যুগের চিন্তা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে চুরি করতে গিয়ে নাজমুল (৪০) নামে এক যুবদল কর্মীকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা।
শনিবার ২১ জুন রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার তাড়াইল বিরাবো এলাকায় এই চুরির ঘটনা ঘটে।
নাজমুল হাসান কাঞ্চন পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মফিজুল ইসলামের ছেলে। এছাড়া তিনি যুবদল কর্মী হিসেবে দলের পরিচয় দিয়ে আসছেন।
ব্যবসায়ী শরীফ মিয়া জানান,গত শনিবার রাতে যুবদল কর্মী নাজমুল ও তার কয়েক সহযোগী মিলে দরজা ভেঙে বাড়িতে চুরি করতে যায়। এময় নাজমুল ও তার সহযোগীরা বাড়ি থেকে নগদ ৫ লাখ টাকা এবং প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে পালানোর চেষ্টা করে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাৎক্ষণিকভাবে নাজমুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ্ করেন। এসময় সময় তার সহযোগীরা চুরি করা মালামাল নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী শরীফ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্তকে আটক করে রবিবার (২২ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তারিকুল ইসলাম বলেন, “চুরির ঘটনায় একজনকে হাতেনাতে আটক করা হয়েছে এবং এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে।