Logo
Logo
×

রাজনীতি

ডা. জোবাইদার জন্মদিন উপলক্ষে রূপগঞ্জে বৃক্ষ রোপন

Icon

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) :

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৩:৩৮ পিএম

ডা. জোবাইদার জন্মদিন উপলক্ষে রূপগঞ্জে বৃক্ষ রোপন

ছবি-যুগের চিন্তা

জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক  কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেনের আয়োজনে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে । 

রবিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৭ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, মসজিদ ও মন্দির প্রাঙ্গণে  স্থানীয় নেতা কর্মী নিয়ে  এ কর্মসূচির উদ্বোধন করেন দুলাল হোসেন। 

প্রথম দিনে সদর ইউনিয়নের হারারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,গুরুত্বপূর্ণ সড়কের পাশে বৃক্ষরোপনসহ স্থানীয় দরিদ্র কৃষকদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়েছে ।  

এ সময় দুলাল হোসেন তার বক্তব্যে বলেন, ডাক্তার জোবাইদা রহমান দেশের সুর্য সন্তান মরহুম মাহবুব ঢালীর সুযোগ্য সন্তান এবং দেশ নায়ক তারেক রহমানের সহধর্মিণী। পাশাপাশি প্রখ্যাত চিকিৎসক।  কিন্তু ফ্যাসিস্ট সরকারের সময়ে তার সরকারি চাকরী ছিনিয়ে দেশে ফিরতে দেয়নি।  তার জন্মদিনে আমরা রূপগঞ্জে ১ লাখ চারাগাছ রোপন ও বিতরণ করবো। পাশাপাশি বিগত সময়ে আওয়ামীলীগের নির্যাতনের প্রকাশ্যে বিচার করা হবে। 


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন