Logo
Logo
×

রাজনীতি

মতবিনিময়সভায় এবি পার্টি নেতার মৃত্যু

Icon

সাতক্ষীরা প্রতিবেদক :

প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৯:২৪ পিএম

মতবিনিময়সভায় এবি পার্টি নেতার মৃত্যু

ছবি-সংগৃহীত

সাতক্ষীরায় আমার বাংলাদেশ পার্টির (এবি) এক মতবিনিময়সভায় বক্তৃতা দেওয়ার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন দলটির জেলা কমিটির আহ্বায়ক আব্দুল কাদের (৫৫)। 

শনিবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা শহরের লেকভিউসংলগ্ন তুফান কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা এবি পার্টির সদস্যসচিব আলমগীর হুসাইন জানান, স্থানীয় ও জাতীয় নির্বাচনের প্রার্থী মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে আয়োজিত সভায় প্রারম্ভিক বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন আব্দুল কাদের। তাৎক্ষণিকভাবে তাকে শুইয়ে পানি খাওয়ানো হলেও কিছুক্ষণের মধ্যে তার শরীর নিথর হয়ে পড়ে।

পরে দ্রুত শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 সিবি হাসপাতালের চিকিৎসক ডা.আহসানুল কাদির জানান, হাসপাতালে আনার আগেই আব্দুল কাদের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

আব্দুল কাদের ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে সাতক্ষীরা সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে নির্বাচন করে কলেজ ছাত্রসংসদের সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলেন। তিনি পুরাতন সাতক্ষীরার ডাংগীপাড়ার বাসিন্দা ও ইসহাক আলী মাস্টারের পুত্র।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন