Logo
Logo
×

রাজনীতি

সরকার নির্বাচনের তারিখ নিয়েও ‘ইফ’এবং‘বাটস’রেখেছে

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৮:০৫ পিএম

সরকার নির্বাচনের তারিখ নিয়েও ‘ইফ’এবং‘বাটস’রেখেছে

ছবি-সংগৃহীত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলাম বলেছেন, ‘দেশকে বিপদমুক্ত করতে হলে আর দেশের মানুষকে ভীতিমুক্ত করতে হলে নির্বাচন অবশ্যম্ভাবী। জাতি দ্রুত দেশে জাতীয় নির্বাচন চায়। এটা না হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। অথচ সরকার এই তারিখ নিয়েও ‘ইফ’ এবং ‘বাটস’ দিয়ে রেখেছে।

তিনি আরও বলেন সরকার খোলাসা করে এখন পর্যন্ত কিছু বলেনি। আমরা মনে করি, এই গিভ অ্যান্ড টেকের লন্ডন মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েও সংকট দেখা দেবে।’

অর্থনীতিতে বিনিয়োগ হবে না। দেশি-বিদেশি ষড়যন্ত্র চলতে থাকবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। যা এখনই আমরা দেখতে পাচ্ছি।

আজ শনিবার (২১ জুন) বিকেলে কিশোরগঞ্জে জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শহরের একরামপুরে একটি কনভেনশন সেন্টারে বামপন্থী এ রাজনৈতিক দলটির জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে তিন শতাধিক পার্টি সদস্য অংশ নেন। 

শাহ আলাম বলেন, “তারেক জিয়ার সঙ্গে লন্ডন বৈঠকের পর বিএনপির সুর কিছুটা বদলেছে, তারা বলছে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চায়, এতে তাদের আপত্তি নেই।

সিপিবি সভাপতি শাহ আলম আরো বলেন, ‘আমরা মনে করি, এ উপদেষ্টা সরকারের একটাই দায়িত্ব। সেটা হলো নির্বাচন দেওয়া।

ন্যূনতম নির্বাচনব্যবস্থা, বিচার ও প্রশাসনিক ব্যবস্থার সংস্কার দিয়ে অবিলম্বে নির্বাচন আয়োজন করা। কিন্তু তারা টার্নিমাল-বন্দর-করিডরের মতো সংবেদনশীল এজেন্ডা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তাদের এজেন্ডা দেখে সন্দেহ বাড়ছে। নতুন নতুন এজেন্ডা নিয়ে আসছে তারা। এগুলো চলতে থাকলে দেশের সার্বভৌমত্ব শেষ হয়ে যাবে। দেশটাও শেষ করে দেবে। আর আমাদের কাঙ্ক্ষিত নির্বাচনটাও হবে না। এসব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে।’

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা প্রসঙ্গে সিপিবি সভাপতি বলেন, ‘আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার হওয়া উচিত। যারা এসব অপরাধে জড়িত, তাদের ন্যায়সংগত বিচার করা দরকার। তবে দল নিষিদ্ধের পক্ষে আমরা নই। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে যুদ্ধাপরাধী জামায়াতকেও নিষিদ্ধ করা প্রয়োজন। কিন্তু তাদের তো সরকার নানাভাবে সুযোগ ও অগ্রাধিকার দিচ্ছে। যা সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন করছে।’

এর আগে জেলা সিপিবির সধারণ সভায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি আবদুর রহমান রুমী। এতে বক্তব্য দেন, জেলা সিপিবি নেতা, জেলা কৃষক সমিতির সভাপতি এনামুল হক ইদ্রিস, জেলা সিপিবির সাধারণ সম্পাদক রনজিৎ সরকার, সিপিবি নেতা সৈয়দ নজরুল ইসলাম, এনামুল হক, আবুল হাশেম, মোস্তফা কামাল নান্দু, সেলিম উদ্দিন খান, ফরিদ আহমেদ প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন