BETA VERSION শুক্রবার, ০১ আগস্ট ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০২:৪৭ এএম

Swapno

রাজনীতি

নির্বাচনে ক্লিন ইমেজের নেতারা গুরুত্ব পাবে :খোকন

Icon

নরসিংদী প্রতিবেদক :

প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৭:৪৩ পিএম

নির্বাচনে ক্লিন ইমেজের নেতারা গুরুত্ব পাবে :খোকন

ছবি-যুগের চিন্তা

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। বিগত সময়ে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন কারী ক্লিন ইমেজের নেতাকর্মীদের গুরুত্ব দেবে বিএনপি।

তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে দলীয় নির্দেশনা মেনে যারা জনগণের পাশে দাঁড়িয়েছেন, তারা মনোনয়নে এগিয়ে থাকবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকা যাবে না। তারেক রহমানের নির্দেশনা মেনে সকল দ্বন্দ্ব নিরসন করে এক সাথে পথ চলতে হবে। 

তিনি গতকাল শনিবার নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। 

খায়রুল কবির খোকন বলেন, যারা দলকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করে সুবিধা নিয়েছেন বা নিচ্ছেন তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। নিজেরা যেন নিজেদের প্রতিপক্ষ না হয় সে দিকেও খেয়াল রাখতে হবে। পলাতক স্বৈরাচারের রেখে যাওয়া দোসররা যাতে কোনো ষড়যন্ত্রের জাল বিস্তার করতে না পারে, সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।

নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল, কেন্দ্রীয় বিএনপির সহ-মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক ও জেলার সদস্য লে. কর্নেল (অব) জয়নাল আবেদীন, কেন্দ্রীয় বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক ও জেলার সদস্য অ্যাডভোকেট ইকবাল হোসেন, কেন্দ্রীয় বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা সদস্য আবদুল কাদের ভূইয়া জুয়েল, কেন্দ্রীয় বিএনপির ও জেলা সদস্য ইকবাল হাসান শ্যামল, কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ও জেলা সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাছেদ, এম এ জলিল, ফারুক উদ্দিন ভূইয়া, গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, কোষাধ্যক্ষ রাশেদুল হাসান রিন্টু প্রমুখ।

উল্লেখ্য, গত ৫ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত ১৫১ সদস্য নরসিংদী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিএনপি ত্যাগী নেতাকর্মী আন্দোলন সংগ্রাম

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com