BETA VERSION শুক্রবার, ০১ আগস্ট ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০৩:১৯ এএম

Swapno

রাজনীতি

ডিসেম্বরেই নির্বাচনের দাবিতে অনড় বাম দলগুলো

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৫, ১২:০৭ পিএম

ডিসেম্বরেই নির্বাচনের দাবিতে অনড় বাম দলগুলো

ছবি -সংগৃহীত

আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে অনড় দেশের বামপন্থি দলগুলো। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চায় তারা। সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপেও তারা এ দাবি জানিয়ে আসছে। 

এ প্রসঙ্গে বাম দলগুলোর নেতারা বলছেন, সবার আগে নির্বাচনব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এই সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হলে সংকট আরও বাড়বে। 

বামপন্থি নেতারা বলছেন, দেশজুড়ে এক ধরনের অনিশ্চয়তা চলছে। এই অবস্থার উত্তরণে দ্রুত নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরই একমাত্র পথ। সরকারের বক্তব্য ও কর্মকাণ্ডে নির্বাচন নিয়ে জনমনে অনাস্থা দেখা দিয়েছে। সরকার তাড়াতাড়ি রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন প্রক্রিয়ার দিকে এগোলে আস্থাহীনতার সংকট কাটবে। 

অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছিল। তবে গত ৬ জুন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে জাতীয় নির্বাচন হবে।’ এতে আগে থেকেই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি তোলা বিএনপিসহ বিভিন্ন দল তীব্র প্রতিক্রিয়া জানায়। এ অবস্থায় গত ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে আগামী বছর রোজা শুরুর আগের সপ্তাহে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়ে নীতিগত ঐকমত্য হয়। বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে সংস্কার ও বিচারে অগ্রগতি হলে এই সময়সীমার মধ্যে নির্বাচন করা যেতে পারে বলে উল্লেখ করা হয়। 

বাম গণতান্ত্রিক জোটের কয়েক নেতা বলেন, তারা বারবারই বলে আসছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচন ডিসেম্বরের আগেও করা সম্ভব ছিল। যত দেরি হবে, ততই সংকট বাড়বে। দেশের বামপন্থি দলগুলোর বৃহত্তম এই জোটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলসহ (বাসদ) ছয়টি দল সক্রিয় রয়েছে। তারা দ্রুত নির্বাচনের দাবিতে এরই মধ্যে বেশ কয়েক দফা কর্মসূচি পালন করেছে। 

জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘অধিকাংশ রাজনৈতিক দল ও সাধারণ মানুষের দাবি ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞে জড়িতদের বিচার কাজ দৃশ্যমান করা এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে এ বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব। তা না করে সরকার বিতর্কিত বিষয় নিয়ে কর্মকাণ্ড অব্যাহত রাখলে রাজনৈতিক অচলাবস্থা কাটবে না।’

বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘আমরা চাই অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুক। সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুক।’ 

বাম গণতান্ত্রিক জোটের মতো বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলও (বাংলাদেশ জাসদ) চাইছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, একটি ভালো নির্বাচনের জন্য যেটুকু সংস্কার দরকার, সেটুকু করতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই। বিশেষ করে নির্বাচনব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার শেষ করে চলতি বছরের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব। সেটি নভেম্বরের শেষ সপ্তাহে কিংবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে। 

পাঁচটি দল নিয়ে গঠিত গণতান্ত্রিক বাম ঐক্যও চাইছে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন। জোটের সমন্বয়ক ও সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব দ্রুত মৌলিক সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন এবং জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু সরকার তার মূল দায়িত্ব থেকে সরে গিয়েছে। তারা এমন এমন কাজ করছে বা করার চেষ্টা করছে যা দেশকে গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে।  

বাম দলগুলো ডিসেম্বরে নির্বাচনের দাবি

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com