
প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০৪:৪৩ এএম
‘খালেদা জিয়া বর্তমান যুগের বেগম রোকেয়া’

নরসিংদী প্রতিবেদক :
প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৫:৪৯ পিএম

ছবি-যুগের চিন্তা
বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন। বেগম রোকেয়াকে নারী শিক্ষার প্রতিকৃতি বলা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমান যুগের বেগম রোকেয়া। উনি নারী শিক্ষাকে অবৈতনিকরণসহ নারী শিক্ষার বাঁধা দূরীকরণে কাজ করেছেন।
শুক্রবার (২০ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা বিএনপির কার্য্যালয়ে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে ছাত্রছাত্রীরা তাদের অধিকারের জন্য আন্দোলন করেছে। একটা পরিবর্তনের আকাঙ্খা আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের মধ্যে রয়েছে। আমরাও নতুন বাংলাদেশ বিনির্মানে আমাদের এই ভাইবোনদের কাজে লাগাতে চাই।
নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাম্মির রহমান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল খালেক মিয়া, সহ প্রচার সম্পাদক এ কে এম বাছেদ মোল্লা ভুট্টো, জেলা বিএনপির সদস্য জাকারিয়া আল মামুন, মাহমুদুল হক, ডা. আব্দুর রেহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান প্রধান, সদস্য আকরাম কমিশনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহীদুল্লাহ, সিনিয়র যুগ্ন আহবায়ক শাফি উদ্দিন আকন্দ করুণ, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল আল শফিক, এসএম রাশেদুল ইসলাম শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রনি, সাবেক শিক্ষা ও বৃত্তি বিষয়ক সহ সম্পাদক তানজিম হাসান সৌরভ, জেলা ছাত্রদলের সাবেক সদস্য মাসুম আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা মোজাহিদুল ইসলাম মোজাহিদ, জাহিদুল ইসলাম খান রাজন, আব্দুল আল টিটু,ওমর ফারুক সোহেল, পৌর ছাত্রদল নেতা সোহেল তানভীর, ফয়সাল আহমেদ সুমন, মনোহরদী সরকারি কলেজ ছাত্রদল নেতা তানভীর প্রধান, সিয়াম প্রধানসহ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কলেজের ৫০০ এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার কলম, পেন্সিল, স্কেল সহ বিভিন্ন উপকরণ সম্বলিত ফাইল দেওয়া হয়।