
প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০৫:১৩ এএম
আওয়ামী লীগকে পুনর্বাসনে ভারতীয় নীতিনির্ধারকরা ষড়যন্ত্র করছে : রিজভী

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৫:১৩ পিএম
-6855424947c1d.jpg)
ছবি-সংগৃহীত
ভারত শেখ হাসিনার পতনকে সহ্য করতে পারছে না। তাই পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতের নীতিনির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর তারা তারেক রহমানকে টার্গেট করেছে।
শুক্রবার (২০ জুন) দুপুরে পাবনার চাটমোহর পৌর শহরের আফ্রাতপাড়া মহল্লার প্রবীণ বিএনপি নেতা ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু তাহের ওরফে তাহের ঠাকুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের যে রাজনৈতিক দলটি ১৬ বছর মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন করেছে, জনগণের টাকা লুট করেছে। লুটের সেই টাকা পাচার করেছে। যাদের বাড়িঘর এখন দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়ায় অবস্থান করছে। যারা বেশি দূর যেতে পারেননি তারা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে।
নির্বাচনের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে ড.ইউনূস সাহেবের বৈঠক হয়েছে। আমরা আশা করছি অবশ্যই একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সেটা যৌক্তিক সময়ের মধ্যেই।