
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০৮:৫৪ এএম
কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিবেদক :
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৬:১২ পিএম

শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিচ্ছেন - বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার উদ্দোগে দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষাশিবির- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ৷
১৯ জুন বৃহস্পতিবার জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে জেলা সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিনের পরিচালনায় কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদ হল রুমে জেলার সদস্য (রুকন)'দের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়৷
শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবর রহমান।
এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, রংপুর- দিনাজপুর অঞ্চলের পরিচালক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম , কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহাবুর রহমান বেলাল, অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আখিরাতের সফলতাই আমাদের প্রকৃত সফলতা ৷ আমাদের সকল কাজে আখিরাত জড়িত ৷ আমরা রাসুল (সা:)'র আদর্শের একটি কল্যাণ রাষ্ট্র গড়তে চাই, কুরআন প্রতিষ্ঠা করতে চাই ৷ সমাজের সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা, চাঁদাবাজি সহ সকল হারাম বন্ধ করতে রাষ্ট্রীয়ভাবে কুরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নাই ৷ কুরআনের শাসন কায়েম হলে আমাদের জন্য ইসলাম মানা সহজ হবে ৷
তিনি আরও বলেন, পরামর্শ ভিত্তিক রাষ্ট্র চালানো ইসলামের শিক্ষা। বিগত ১৭ বছরে পরামর্শক্রমে দেশ চালানো হয় নাই। এমনকি কারো মত প্রকাশ করার সুযোগ দেয়া হয়নি।
বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছিল ৷ আগামী নির্বাচনে যেন মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করার সুযোগ পায় এই মানসিকতা সৃষ্টির জন্য আমাদের কাজ করতে হবে এবং সামনে আমাদের ব্যালট বিপ্লবের মাধ্যমে সুশাসন কায়েম করতে হবে ৷
তিনি আরও বলেন, আল আকসা বিজয়ের মাধ্যমে পুরো দুনিয়ায় ইসলাম বিজয়ী হবে-ইনশাআল্লাহ ৷
বিশেষ অতিথি বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলনের পথে বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ৷ এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ইসলামী আন্দোলনের জন্য সম্ভবনার। এ সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সকল ইসলামী দল ও শক্তিকে একযোগে কাজ করতে হবে। প্রোপাগান্ডায় বিভ্রান্ত হওয়া যাবে না।